বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদ-উল-আযহা সারা দেশের ন্যায় মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে। আগামী ৭জুন মৌলভীবাজারের হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) পৌর ঈদগাহে পবিত্র ঈদ-উল-আযহায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত:-
সকাল ৬টা ৩০মিনিট:
ইমামতি করবেন হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব, বরুণা,সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন মাওলানা মকবুল হোসাইন খান, খতিব, উত্তর কলিমাবাদ জামে মসজিদ।
দ্বিতীয় জামাত:
সকাল ৭টা ৩০টা মিনিট: ইমামতি করবেন শেখ মোহাম্মদ আব্দুল হক, খতিব, বায়তুল আমান জামে মসজিদ ও প্রিন্সিপাল, মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসা, সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন মাওলানা মুজাম্মেল হক মাহিরী, ইমাম,শান্তিবাগ জামে মসজিদ।
তৃতীয় জামাত:
সকাল ৮টা ৩০মিনিট: ইমামতি করবেন মাওলানা শফিউল আলম সোহেল, ইমাম, পশ্চিমবাজার জামে মসজিদ। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন হযরত মাওঃ ক্বারী মোঃ মুহাররম আলী, ইমাম ও খতিব কাজিরগাঁও জামে মসজিদ।