1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

নবীগঞ্জে সরপঞ্চ বিষয়ক স্মারকগ্রন্থ কালের অভিজ্ঞান-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭৯ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক): বৃটিশ শাসনামলের বৃহত্তর শ্রীহট্ট/সিলেট জেলার (বর্তমান সিলেট বিভাগ) নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেল পঞ্চায়েতের সহোদর সরপঞ্চ, বৃটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক এবং এককালের সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস স্মারকগ্রন্থ কালের অভিজ্ঞান-এর মোড়ক উন্মোচন ও পাঠপ্রতিক্রিয়া গ্রন্থ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) বিকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ এর সনাতন-দীননাথ পাঠকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের সভাপতি ও অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শক রত্না দাশের সভাপতিত্বে স্মারকগ্রন্থ কালের অভিজ্ঞান-এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-কলেজ পরিদর্শক মো: সোয়েব আহমেদ।
শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এঁর স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করে শুরু হওয়া অনুষ্ঠানে সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু) সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছাইম উদ্দিন, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের লাইব্রেরিয়ান মোঃ মোতাহের তরফদার, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল করিম চৌধুরী জানু, নবীগঞ্জ উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বণিক, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সাকিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের উপদেষ্টা রাসমোহন দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আইডিয়াল ল্যাবরেটরী হাইস্কুলের সভাপতি সলিল বরণ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এম মুজিবুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে কাজল দাশ, গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সদস্য গৌতম দাশ, পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন, সাংগঠনিক সম্পাদক পার্থ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জয় দাশ, সদস্য সাগর দাশ, জনি দাশ, অনিক দাশ, গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ, ক্রীড়া ফোরামের সাধারণ সম্পাদক রিপন দাশ প্লাবন ও পাঠকবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস তাঁদের জীবনের বড় একটা অংশ জনসেবায় নিয়োজিত ছিলেন। স্থানীয় সরকারের সার্কেল পঞ্চায়েতের সরপঞ্চ, স্বদেশী আন্দোলন, এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য সুসংহত রাখতে তাঁদের ভূমিকা তাঁদের ব্যক্তি সত্ত্বাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এসব সুমহান কর্ম সনাতন-দীননাথ ভাতৃদ্বয়কে অমর করে রেখেছে। তাইতো জাগতিক মৃত্যুর এতো বছর পরও তাঁরা এখনও জীবন্ত স্বমহিমায়। স্মারকগ্রন্থ “কালের অভিজ্ঞান” বৃহত্তর সিলেটের স্থানীয় সরকার ব্যবস্থার এক অনন্য নিদর্শন হয়ে থাকবে।
উল্লেখ্য যে, স্মারকগ্রন্থ “কালের অভিজ্ঞান” প্রবীণ সাংবাদিক ও লেখক মতিয়ার চৌধুরী ও দক্ষ সম্পাদনা পর্ষদ দ্বারা সম্পাদিত একটা গবেষণা কর্ম। এর সম্পাদনা পর্ষদের সদস্যগণ হলেন- লেখক ও সাংবাদিক শাহ্ আতিকুল হক কামালী, কবি ও সাংবাদিক মোহাম্মদ গোলাম কিবরিয়া, লেখক, গবেষক ও ব্লগার সামসুল আমিন, সংগঠক ও সমাজকর্মী জার্নেল চৌধুরী জনি, সাংবাদিক ও গীতিকার মুজিবুর রহমান মুজিব, লেখক ও গবেষক রত্নদীপ দাস রাজু। “কালের অভিজ্ঞান” স্মারকগ্রন্থে শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এর জীবনীর পাশাপাশি বৃহত্তর সিলেটের ১২০ জন সার্কেল পঞ্চায়েতের সরপঞ্চ ও সহকারী সরপঞ্চ (সরপঞ্চায়েত/মেম্বার) সংক্ষিপ্ত জীবনী সন্নিবেশিত হয়েছে। এর পূর্বে স্থানীয় সরকার ব্যবস্থার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান ও সরপঞ্চদের জীবনী নিয়ে সেরকম কোন গ্রন্থ প্রকাশিত হয়নি।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..