বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া গ্যাসক্ষেত্রে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ২৮তম বার্ষিকী পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে। শনিবার (১৪ জুন) সকাল ১১টায় মাগুরছড়া গ্যাসক্ষেত্রের সামনে পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটির সভাপতি মো. ময়নুল ইসলাম চৌধুরী এবং সঞ্চালনা করেন প্রভাষক সেলিম আহমেদ চৌধুরী।
কর্মসূচিতে বক্তব্য রাখেন কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের প্রভাষক হামিদা খাতুন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, নিছসা সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, পরিবেশকর্মী সাজু আহমেদ, শাহারা ইসলাম রুহিন, শ্রমিক নেতা দুলাল মিয়া, ছাত্রনেতা লিটন গাজী, মিনহাজুল ইসলাম মুন্না, আব্দুল মতিন, মিসবাউর রহমান এবং আদিবাসী নেতা সুচিনগুল প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ২৮ বছর পার হলেও মাগুরছড়া বিস্ফোরণের জন্য দায়ী মার্কিন প্রতিষ্ঠান অক্সিডেন্টাল থেকে এখনো ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়নি। সরকারের নিষ্ক্রিয়তায় ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে তারা মন্তব্য করেন।
মানববন্ধন থেকে বক্তারা মাগুরছড়া বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং কমলগঞ্জের প্রতিটি ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার দাবি জানান।