1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

পুশ-ইন করে জঙ্গলে-নদীতে মানুষ ফেলে যাওয়া সভ্য দেশের আচরণ নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত পুশ-ইন করে জঙ্গলে-নদীতে মানুষ ফেলে যাচ্ছে, যা কোনো সভ্য দেশের আচরণ হওয়া উচিত না।

একই সঙ্গে ভারতে যদি বাংলাদেশের নাগরিক থেকে থাকে তাহলে তাদের বৈধ চ্যানেলে পাঠালে বাংলাদেশ তাদের গ্রহণ করবে বলেও জানান তিনি।

রোববার (১৫ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের পুশ-ইন চলছে৷ এ বিষয়ে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ-ইন চলছে৷ এ বিষয়ে আমি বহুবার বলেছি৷ এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি৷ একই সঙ্গে বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশনার আমাদের অফিসে এসেছিল তার সঙ্গেও কথা হয়েছে৷ তাকে আমরা বলেছি- আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে তাহলে প্রোপার চ্যানেলে তাদের পাঠালে আমরা নেব৷ কিন্তু তাদের জঙ্গলে-নদীতে ফেলে যাওয়া কোনো সভ্য দেশের আচরণ হওয়া উচিত না৷

উপদেষ্টা বলেন, আমরা অনুরোধ করেছি, আমাদের যদি নাগরিক থাকে তাহলে তাদের প্রোপার চ্যানেলে পাঠাও৷ আমরা তাদের নিয়ে নেব৷ এ বিষয়ে আমরা তাদের বলে যাচ্ছি৷

র‌্যাবের পোশাক পরে ছিনতাইয়ের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, র‌্যাবের পোশাক পরে যে ছিনতাই হয়েছে, সেটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন৷ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, দোষীদের খুঁজে বের করে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনতে৷

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..