1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আগে প্রতিশোধ, পরে যুদ্ধবিরতি: স্পষ্ট বার্তা ইরানের

  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা নয়-এমন কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, হামলা অব্যাহত থাকলে কোনো মধ্যস্থতা কিংবা আলোচনা ইরানের পক্ষে ‘গ্রহণযোগ্য নয়’।

রোববার (১৫ জুন) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মধ্যস্থতাকারী দেশ কাতার ও ওমানকে এই অবস্থান জানিয়ে দিয়েছে তেহরান।

রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা কাতার ও ওমানকে পরিষ্কার করে জানিয়েছি, প্রথম হামলার সম্পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে না।”

এর আগে ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও ওমানের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। তবে এই তথ্যকে ‘পুরোপুরি মিথ্যা’ হিসেবে উড়িয়ে দিয়েছে তেহরান।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এ অবস্থান যুদ্ধক্ষেত্রে উত্তেজনা আরও বাড়াবে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..