1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

পরীক্ষার দিনই লিখিত উত্তরপত্র বোর্ডে পাঠাতে নির্দেশনা

  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : আসন্ন ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রতিদিনের লিখিত উত্তরপত্র নিরাপদে জমাদানে কেন্দ্র সংশ্লিষ্টদের জন্য নির্দিষ্ট নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা।

এতে বলা হয়েছে, পরীক্ষার দিনই উত্তরপত্র বোর্ডে পৌঁছাতে হবে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে, পুলিশের প্রহরায়। যেকোনো কারণে তা সম্ভব না হলে নির্ধারিত পদ্ধতিতে ট্রেজারি বা থানার মালখানায় জমা রেখে পরবর্তীতে বোর্ডে জমা দিতে হবে নির্ধারিত তারিখে। তবে উত্তরপত্র পাঠাতে কোনো অবস্থাতেই বিকল্প ব্যবস্থা নেয়া যাবে না।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পর প্রতিদিনই ওই দিনের লিখিত উত্তরপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হাতে হাতে পরীক্ষার নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে বা বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো শিক্ষক পুলিশ প্রহরার মাধ্যমে নিরাপদে উত্তরপত্র পৌঁছে দেবেন।

উত্তরপত্র যদি হাতে হাতে পাঠানো সম্ভব না হয়, তবে পরীক্ষা শেষ হওয়ার দিনেই রেলওয়ে পার্সেলের মাধ্যমে নির্ধারিত সময় উল্লেখ করে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তবে কোনো কারণে যদি দিন শেষে উত্তরপত্র পাঠানো না যায়, সেক্ষেত্রে সেগুলো সিলগালা অবস্থায় মালখানায় (ট্রেজারি অথবা থানায়) জমা রাখতে হবে, এবং নির্ধারিত তারিখে পুলিশ প্রহরায় বোর্ডে জমা দিতে হবে।

লিখিত উত্তরপত্র জমাদানের জন্য বোর্ড চারটি কিস্তিতে তারিখ নির্ধারণ করেছে। প্রথম কিস্তিতে ৫ জুলাই জমা দিতে হবে ২৬, ২৯ জুন এবং ১ ও ৩ জুলাইয়ের পরীক্ষার উত্তরপত্র। দ্বিতীয় কিস্তিতে ১৯ জুলাই জমা দিতে হবে ৭, ১০, ১৩, ১৫ ও ১৭ জুলাইয়ের পরীক্ষার উত্তরপত্র।

তৃতীয় কিস্তিতে ২ আগস্ট জমা দিতে হবে ২০, ২২, ২৪, ২৭, ২৮, ৩০ ও ৩১ জুলাইয়ের পরীক্ষার উত্তরপত্র। আর সবশেষ চতুর্থ কিস্তিতে ১১ আগস্ট জমা দিতে হবে ৩, ৪, ৬, ৭ ও ১০ আগস্টের পরীক্ষার উত্তরপত্র।

বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে বোর্ড কঠোরভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই বিকল্প পন্থায় উত্তরপত্র পাঠানো যাবে না। প্রসঙ্গত, বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে চলবে ১০ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..