1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শান্ত-মুশফিকের ফিফটি, বড় জুটিতে স্বস্তি বাংলাদেশের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সকালে যখন বাংলাদেশের টপ অর্ডার ভেঙে পড়ার উপক্রম হলো, তখন প্রচণ্ড চাপ মাথায় নিয়ে লড়াই শুরু করেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের সেই লড়াইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
প্রথম সেশনে প্রায় ১০০ ছুঁইছুঁই রান আসে তাদের কল্যাণে।

এরপর দ্বিতীয় সেশনে শান্ত ও মুশফিক রানের চাকা নিয়মিত সচল রাখেন। কোনো ঝুঁকি না নিয়ে দেখেশুনে খেলে দুজনেই তুলে নেন ফিফটি। তাদের ১০০ ছাড়ানো জুটিতে বড় সংগ্রহের আশা দেখছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছে বাংলাদেশ। শান্ত ৬১ ও মুশফিক ৫৬ রানে ব্যাট করছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) তৃতীয় চক্র শুরু হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের সিরিজ দিয়ে। আজ গলে প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শান্ত।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দিনের পঞ্চম ওভারেই বিদায় নিয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। আসিথা ফার্নান্দোর ফুলার বল, অফের বাইরে সূক্ষ্ম সুইং মিস করেন এনামুল। অনিশ্চিত ফ্রন্টফুট ড্রাইভে তার ব্যাট ছুঁয়ে বল যায় পেছনের দিকে। সেখানে উইকেটকিপার কুশল মেন্ডিস ডানে সরে নিখুঁত ক্যাচ নেন! ১০ বল খেলে শূন্য রানেই ফেরেন এনামুল।

এরপর সাদমান ও মুমিনুল মিলে জুটি গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫তম ওভারে লঙ্কান রহস্য স্পিনার থারিন্দুর টানা দুই বলে আউট হন তারা। প্রথম স্লিপ থেকে দুজনের ক্যাচ তালুবন্দি করেন ধনঞ্জয়া ডি সিলভা। সাদমান ১৪ ও মুমিনুল ২৯ রানে আউট হন। এরপরের ধাক্কা সামলে ব্যাট করছেন মুশফিক ও শান্ত।
প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ৯০ রান করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেশন সেখান থেকে কোনো ক্ষতি ছাড়াই শুরু করেন শান্ত ও মুশফিক। দুজনেই ফিফটি তুলে নেন একই ওভারে। ৪৮তম ওভারে প্রবাথ জয়সুরিয়ার করা দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন শান্ত। সেই সঙ্গে মুশফিকের সঙ্গে তার জুটিতে ১০০ রান পূর্ণ হয়। পরের বলে ক্যারিয়ারের ২৮তম ফিফটির দেখা পান মুশফিকও। ১৩ ইনিংস পর ফিফটির দেখা পেলেন এই অভিজ্ঞ ব্যাটার।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..