1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

রিশাদকে ধরে রাখলো বিগ ব্যাশের চ্যাম্পিয়নরা, ড্রাফটে আরও ১০ বাংলাদেশি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : গত আসরে বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েও যেতে পারেননি বাংলাদেশি তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেন। তার দল হোবার্ট হারিকেন্স পরে হয়ে যায় চ্যাম্পিয়ন।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র না পাওয়ায় স্মরণীয় সেই মুহূর্তের সাক্ষী হতে পারেননি রিশাদ।
তবে আফসোসের সেই অতীতকে পেছনে ফেলে এবার নতুন করে স্বপ্ন দেখছেন এই লেগ স্পিনার। আসন্ন মৌসুমেও হোবার্ট হারিকেন্স তাকে রেখে দিয়েছে তাদের স্কোয়াডে। অর্থাৎ এবার যদি সবকিছু ঠিকঠাক থাকে, রিশাদ লড়বেন চ্যাম্পিয়নদের হয়েই শিরোপা ধরে রাখার মিশনে।
বিগ ব্যাশের ২০২৪-২৫ মৌসুমের নিলামকে সামনে রেখে আজ বিদেশি ক্রিকেটারদের ড্রাফট তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সেখানে রিশাদের নাম তো আছেই, আরও আছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার।
বাংলাদেশের তালিকাভুক্ত ক্রিকেটাররা হলেন—শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।
ড্রাফট তালিকায় সবচেয়ে বেশি ক্রিকেটার আছেন ইংল্যান্ডের (১৭৪ জন)। সেখানেও চমক রয়েছে—৪২ বছর বয়সী পেসার জেমস অ্যান্ডারসন আছেন তালিকায়, যিনি সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট থেকেই বিদায়ের কথা ভাবছেন।
পাকিস্তানের পক্ষ থেকে ৭৪ জন, ওয়েস্ট ইন্ডিজের ৪২ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়। ভারত থেকে আছেন মাত্র একজন—পেসার সিদ্ধার্থ কৌল, যিনি ভারতের হয়ে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..