1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ইরান-ইসরায়েল সংঘাত: শান্তির বার্তা নিয়ে ট্রাম্পকে জার্সি উপহার রোনালদোর

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয়েছে পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি স্বাক্ষরিত জার্সি। সেই জার্সির সঙ্গে একটি বার্তাও দিয়েছেন আল নাসরের এই ফরোয়ার্ড।
দিয়েছেন ‘প্লেইং ফর পিস’ বা ‘শান্তির জন্য খেলা’র বার্তা।

সম্প্রতি কানাডার আলবার্টায় অনুষ্ঠিত ‘জি-৭’ সম্মেলনে যোগ দিতে যান ট্রাম্প। সেখানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার সঙ্গে সাক্ষাৎ হয় তার। ওই বৈঠকেই কস্তার মাধ্যমে রোনালদোর পক্ষ থেকে জার্সিটি উপহার পান ট্রাম্প।

রোনালদো শুধু বিশ্ব ফুটবলেরই বড় তারকা নন, মাঠের বাইরেও বিশ্বব্যাপী তার ব্যাপক প্রভাব রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন ইসরায়েল-ইরান ইস্যুতে উত্তেজনা চরমে, ঠিক তখনই ট্রাম্পের মতো প্রভাবশালী একজন নেতার হাতে এমন একটি বার্তা পৌঁছে দেওয়ার অবশ্য অনেক গুরুত্ব রয়েছে।

এর আগে ইসরায়েল-ইরান দ্বন্দ্ব প্রসঙ্গে সম্প্রতি ট্রাম্প তার প্ল্যাটফর্মে লেখেন, ‘আমরা খুব শিগগিরই ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি আনতে যাচ্ছি। তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ ও বৈঠক চলছে। ’

এদিকে রোনালদোও আলোচনায় রয়েছেন নিজের ফুটবল ক্যারিয়ার ঘিরে। সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তি নবায়নের পথে রয়েছেন তিনি। যদিও যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া কয়েকটি ক্লাব তাকে দলে নিতে চেয়েছিল, তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..