1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ছক্কার ঝড়ে ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রথম ১৫ বলে কেবল ১১ রান করতে পেরেছিলেন, কোনো বাউন্ডারিও মারতে পারেননি। বাকি সময়জুড়ে তাণ্ডব চালালেন গ্লেন ম্যাক্সওয়ের।
৪৯ বলে খেলেন ১০৬ রানের বিধ্বংসী এক ইনিংস। যা তিনি সাজান ২ চার ও ১৩ ছক্কায়!

মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলতে নেমে এই ইনিংস উপহার দেন ম্যাক্সওয়েল। এটি টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার অষ্টম সেঞ্চুরি, যা অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেট তার চেয়েও বেশি সেঞ্চুরি রয়েছে কেবল ক্রিস গেইল (২২), বাবর আজম (১১), রাইলি রুশো ও বিরাট কোহলির (৯ করে)।

টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়াশিংটনের ওপেনার মিচেল ওয়েন ১১ বলে ঝড়ো ৩২ রান করলেও অন্যরা হতাশ করেন। ৮ ওভারেই ৬৮ রানে ৪ উইকেট হারায় দলটি। এরপর যখন ম্যাক্সওয়েল নামেন, তখন চাপ বাড়ছিল আরও। ১৩ ওভার শেষে স্কোর ছিল মাত্র ৯৮ রান।

কিন্তু তারপর যেন শুরু হয় ম্যাক্সওয়েল শো! তানভির স্যাঙ্ঘাকে এক ওভারে হাঁকান তিনটি ছক্কা, এরপর কর্নে ড্রাইকে দুটি, নারাইনের ওভারে তিনটি। এরপর শ্যাডলি ফন স্কালভিক, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, সবাইকে মারতে থাকেন ছক্কার পর ছক্কা।

৪৮ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ ওভারে আবার স্ট্রাইকে ফিরে বিশাল ছক্কায় ইনিংস শেষ করেন তিনি। ম্যাক্সওয়েলের সঙ্গে ৫২ বলে ১১৬ রানের জুটি গড়েন অবাস পিনার, যার অবদান মাত্র ১৪ রান! ওয়াশিংটনের ইনিংস থামে ২০ ওভারে ২০৮ রানে। যার মধ্যে শেষ সাত ওভারেই রান আসে ১১০।

জবাবে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের ব্যাটাররা। প্রথম তিন ব্যাটার সুনিল নারাইন, অ্যালেক্স হেলস ও উন্মুক্ত চাঁদ কোনো রান না করেই আউট হন। টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থবার এমন ঘটনা ঘটল। শেষ পর্যন্ত ৯৫ রানে অলআউট হয় দলটি। তারা ম্যাচ হারে ১১৩ রানে। ওয়াশিংটনের পক্ষে মিচেল ওয়েন ও জ্যাক এডওয়ার্ডস নেন তিনটি করে উইকেট।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..