1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

‘প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র’ ঘাটতিতে পড়েছে ইসরায়েল

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৬ বার পঠিত

আন্তজার্তিক ডেস্ক :: মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে জনিয়েছে, ইসরায়েল তাদের প্রতিরক্ষামূলক ‘অ্যারো’ ক্ষেপণাস্ত্র মজুতের ঘাটতিতে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করে তারা।
এতে ইরানের দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েলের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে ‘অ্যারো’ সিস্টেম ইরানের মিসাইল প্রতিরোধে ব্যবহৃত একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা রয়েছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স (থেড) — যেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। এছাড়া মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজগুলোও বিভিন্ন প্রজেক্টাইল ভূপাতিত করেছে।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, ইসরায়েল অ্যারো ইন্টারসেপ্টরের ঘাটতিতে পড়ায় ইরান থেকে নিক্ষিপ্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গুলি ঠেকানোর সক্ষমতা কিছুটা হলেও ব্যাহত হতে পারে।

ওই মার্কিন কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, যুক্তরাষ্ট্র এ সংকট সম্পর্কে গত কয়েক মাস ধরেই জানে এবং ওয়াশিংটন ইতোমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে স্থল, আকাশ ও সমুদ্রপথে বিভিন্ন সহায়তা প্রদান করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী গোলাবারুদের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..