বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
আন্তজার্তিক ডেস্ক :: গতরাতে ইসরায়েলের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, রাতভর চালানো ওই হামলায় এখন পর্যন্ত ৯৪ জন ইসরায়েলি আহত হয়েছেন এবং ক্ষেপণাস্ত্রের আঘাত অথবা ইন্টারসেপটরের ভেঙে পড়ার ফলে বিভিন্ন স্থানে আগুন লেগেছে।
আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সাংবাদিকদের কাছে হামলার সুনির্দিষ্ট আঘাতস্থলের তথ্য স্পষ্ট নয়, কারণ ইসরায়েলি সেনাবাহিনী সেন্সরশিপ আরোপ করায় কোথায় আঘাত লেগেছে এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে না।
তবে এখন বিভিন্ন নগর কর্তৃপক্ষে তরফ থেকে আবাসিক ভবনের ক্ষয়ক্ষতি নিয়ে তথ্য প্রকাশ করা শুরু হয়েছে এবং ধ্বংসযোগ্য ভবনের সংখ্যা বেড়েছে।
বাট ইয়াম শহরে, যেখানে সোমবার ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সেখানে ৩০টি ভবন মেরামতের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।