1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গল টেস্টের তৃতীয় দিন: প্রথম সেশনে শ্রীলঙ্কার দাপট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : টানা দুই দিন দাপটের সঙ্গে ব্যাট করেছে বাংলাদেশ। তবে তৃতীয় দিন সকালের সেশনে খেলা কিছুটা ঘুরে গেছে।

বরং ৫০০ ছোঁয়ার যে লক্ষ্য ছিল, সেটি অর্জিত হয়নি এবং শ্রীলঙ্কাও জবাব দিচ্ছে দারুণভাবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম সেশন শেষে ১ উইকেটে ১০০ রান তুলেছে লঙ্কানরা। বাংলাদেশ এখনো এগিয়ে আছে ৩৯৫ রানে।

গল টেস্টের প্রথম দুই দিনে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছে টাইগাররা। সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৪৮) ও মুশফিকুর রহিম (১৬৩)। এছাড়া লিটন দাস খেলেছেন ৯০ রানের ইনিংস। দ্বিতীয় দিন শেষে স্কোরবোর্ডে ৯ উইকেটে ৪৮৪ রান—যা ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকেই রাখে।

তৃতীয় দিন সকালে ৫০০ ছোঁয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামে বাংলাদেশ। তবে হাতে ছিল ১ উইকেট। সেই একমাত্র উইকেটে দলের রান পৌঁছায় ৪৯৫-তে।

বল হাতে শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৪টি এবং মিলান রত্নায়েকে ও থারিন্ডু রত্নায়েকে নেন ৩টি করে উইকেট।

জবাবে ব্যাট হাতে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা মিলে তোলেন ৪৭ রান। একমাত্র উইকেটটি তুলে নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার বলে কট অ্যান্ড বোল্ড হন উদারা (২৯)।

এরপর মধ্যাহ্ন বিরতির আগে আর উইকেট হারায়নি স্বাগতিকরা। ৪৬ রানে অপরাজিত আছেন নিশাঙ্কা এবং ২২ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছিলেন দীনেশ চান্ডিমাল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..