1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

এমন ক্ষেপণাস্ত্র মজুদ আছে, যা এখনও ব্যবহার করিনি: ইরান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩০ বার পঠিত

 

ডেস্ক রিপোর্ট : সপ্তম দিনে গড়ালো ইসরায়েল-ইরান সংঘাত। দুদিন আগে ইরানের পক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতি চাওয়ার কথা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হলেও সেদিকে আর গড়ায়নি বিষয়টি।

মঙ্গলবার (১৭ জুন) রাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক হুঁশিয়ারিমূলক বার্তায় সংঘাতে নতুন মাত্রা যোগ করে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘যুদ্ধ শুরু হলো’ বলে হুঁশিয়ারি দেন তিনি। এমন আবহে প্রশ্ন জেগেছে, কতদিন পর্যন্ত এ যুদ্ধ চালিয়ে নিতে পারবে ইরান ও ইসরায়েল?

সেই প্রশ্নের প্রেক্ষিতেই ইরান বলছে, তাদের কাছে এমন অস্ত্র আছে, যা এখনও ব্যবহার করা হয়নি।

গতরাতেও আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলার সময় জেরুজালেম ও তেল আবিব শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের কেন্দ্রীয় থেকে উত্তরাঞ্চল পর্যন্ত বিমান সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েল স্বীকার করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র তাদের সাতটি স্থানে সরাসরি আঘাত করেছে। এতে অন্তত ৬৫ জন আহত হয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যমের খবর, সর্বশেষ হামলায় ইসরায়েলের দক্ষিণের বেয়ার শেভায় অবস্থিত সোরোকা হাসপাতালে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তেল আবিব, পূর্বের রামাত গ্যান এবং দক্ষিণের হোলোন শহরেও ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

এদিকে ইসরায়েল বলেছে, তারা যতদিন প্রয়োজন, ততদিন তাদের অভিযান চালাতে থাকবে এবং লক্ষ্য পূরণ করবে।

যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, প্রথম কয়েকদিনের তুলনায় ইরান এখন যে হারে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়ছে, তার সংখ্যা আগের তুলনায় অনেক কম বলে মনে হচ্ছে।

ইসরায়েলের দাবি, তাদের সেনা ও বিমানবাহিনী ইরানের পশ্চিম সীমান্ত অঞ্চলের (ইলামের প্রদেশ, কুর্দিস্তান, পূর্ব আজারবাইজান, পশ্চিম আজারবাইজান এবং কেরমানশাহ) সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর দূরত্ব ইরানের কেন্দ্র থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক কম। ইসরায়েল দাবি করছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে।

তবে ইরান বলছে, তাদের কাছে এমন অস্ত্র আছে, যা এখনও ব্যবহার করা হয়নি, এবং সেগুলো দিয়ে ইসরায়েলের ওপর বড় ধরণের হামলা চালানো হতে পারে।

ইরান বুধবার জানিয়েছে, তারা ইসরায়েলের দিকে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা আগের চেয়ে দ্রুত ইসরায়েলে পৌঁছায়। ইরান আরো বলেছে, বিশ্বের গুটি কয়েক উন্নত রাষ্ট্রের কাছেই এমন ক্ষেপণাস্ত্র আছে।

তথ্যসূত্র: বিবিসি

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..