1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গোপন প্রেম ফাঁস সালমান-ঐশ্বরিয়ার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: বলিউডের কালজয়ী রোমান্টিক সিনেমা ‘হাম দিল দে চুকে সনম’ মুক্তির ২৬ বছর পূর্ণ করেছে। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত এই ছবিটি আজও দর্শক হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অজয় দেবগনের অনবদ্য অভিনয় ও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য। এই বিশেষ দিনে ছবির পরিচালক সঞ্জয় লীলা ভানসালি স্মৃতিচারণ করেছেন এবং স্বীকার করেছেন, শুধু পর্দায় নয়, ক্যামেরার বাইরেও ছিল এক ভালোবাসার আবহ।

সম্প্রতি ‘ইটাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভানসালি বলেন, “সালমান-ঐশ্বরিয়ার গোপন প্রেমের খবর তখন বাতাসে ভাসছিল। শুধু ওদের মধ্যে নয়, পুরো টিমই ছিল এক হৃদ্যতাপূর্ণ পরিবারের মতো।” তিনি আরও যোগ করেন, “জোহরা সেগলজি, হেলেন আন্টি, সালমান, ঐশ্বরিয়া, বিক্রম গোখলে, স্মিতা জায়েকর—সবাই মিলে দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছিল। এমন আন্তরিক অভিজ্ঞতা আর কোনো ছবির শুটিংয়ে আমি পাইনি।” এই মন্তব্যে ছবির কলাকুশলীদের মধ্যে গড়ে ওঠা গভীর সম্পর্কের এক অন্তরঙ্গ চিত্র উঠে আসে।

ঐশ্বরিয়া রাইয়ের ‘নন্দিনী’ চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে ভানসালি বলেন, “তিনি ছিলেন নিখুঁত। আমি যে নন্দিনীকে কল্পনা করেছিলাম, ঐশ্বরিয়া ঠিক সেই ভাবেই চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন—অনবদ্যভাবে।” নন্দিনী চরিত্রে ঐশ্বরিয়ার অভিনয় এতটাই শক্তিশালী ছিল যে আজও তা দর্শকদের মনে গেঁথে আছে।

‘হাম দিল দে চুকে সনম’ ছবিটি রিমেক করার কোনো পরিকল্পনা আছে কিনা – এমন প্রশ্নের উত্তরে ভানসালি স্পষ্ট জানান, “না, আমি আমার কোনো ছবির রিমেক করতে চাই না। শুধু ‘খামোশি’ ছবিটির শেষটা বদলে একটি রিমেক করতে চাই।” এটি তার পুরনো কাজ নিয়ে তার নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় সালমান অভিনীত ‘সমীর’, ঐশ্বরিয়ার ‘নন্দিনী’ এবং অজয়ের ‘বনরাজ’ চরিত্রের মধ্যকার প্রেম, দ্বিধা ও আত্মত্যাগের গল্প সেসময় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ছবিটির মনোমুগ্ধকর সংগীত, শক্তিশালী চিত্রনাট্য এবং আবেগঘন ক্লাইম্যাক্স আজও চলচ্চিত্র সমালোচক ও দর্শকদের কাছে সমানভাবে প্রশংসিত।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..