রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার কর্ম এলাকার সদস্যদের উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত দুই মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে চেক হস্তান্তরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। পদক্ষেপ বি-বাড়ীয়া জোন ও সিলেট এরিয়ার আওতায় পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কৃতী শিক্ষার্থী বৃত্তি প্রদান করা হয়।
বড়লেখা দাসেরবাজার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সামাজিক উন্নয়ন কর্মকর্তা ইফতেখার বিন আহসানের পরিচালনায় শিক্ষা বৃত্তির চেক বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক মস্তফা উদ্দিন, পদক্ষেপ সমৃদ্ধি কর্মসুচির উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা নাবিল আহমদ খান, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী তুলসি দাস মমি, মিতালী রাণী দাস
প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ঋন কার্যক্রমের পাশাপাশি তাদের সদস্যদের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করারও সুযোগ করে দিচ্ছে। অভিভাবকরা সন্তানের সাথে ভালো আচরনের মাধ্যমে তাদেরকে মানবসম্পদে পরিণত করবেন। যেন তারা আগামির বাংলাদেশ পরিচালনায় যোগ্য হয়ে গড়ে উঠে। মানবিক উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’ যেন উন্নয়নের এ ধারা অব্যাহত রাখে।