বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে মক্তব ভিত্তিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মৌসুফা মেহেরীবানের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক এর পরিচালনায় আলোচনা
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএএফ শাহীন কলেজ শমশেরনগর এর সহকারী শিক্ষক আল মামুন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল
মোহাইমীন মিল্টন, সাংবাদিক জয়নাল আবেদীনসহ মক্তব শিক্ষক, মসজিদ ইমাম ও খতিব প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামিক মিশনের অধীনে পরিচালিত ১০টি মক্তবে পৃথকভাবে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় প্রথম ধাপে বিজয়ী ১২০ জনের মধ্যে ৯ জন বিজয়ীর মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।