1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

স্বৈরাচার সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে- কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৯১ বার পঠিত

স্টাফ রিপোটার: মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক ও জাসাসের আয়োজনে জমকালো ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত। যেসব নেতাকর্মী পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

আজ শুক্রবার বিকালে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক এবং জাসাসের আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের জেলা পরিষদ অডিটোরিয়ামে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা মামলা-হামলা নির্যাতনের স্বীকার হয়েছেন, দলের আদর্শ থেকে পিছপা হননি, তাদের পেছনে রাখার সুযোগ নেই। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের জন্য যে কোন কর্মসূচী দেওয়া হবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের সকল নেতাকর্মী অগ্রণী ভূমিকা পালন করবে এটাই আমার বিশ্বাস।
শ্রীমঙ্গল উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোবারক হাসান লুপ্পার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জি এম মোক্তাদির রাজু, মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাহফুজ আহমেদ, মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, সাবেক উপজেলা ছাত্র দলের সহ-সভাপতি শাহ জামাল ভূঁইয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ জসিম, সাবেক ছাত্র নেতা মুজিবুর রহমান তপন, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, ইয়াসিন আরাফাত রবিন,মকবুল হোসেন রিপন,সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান পাশা,সোহেল আহমেদ,যুবদল নেতা জুনেদ,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম প্রমুখ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..