1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে অভিনেত্রী মাহিয়া মাহি

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৫ বার পঠিত

 বিনোদন প্রতিবেদক: ঢালিউডের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন। সর্বশেষ তাকে দেখা গেছে ‘রাজকুমার’ সিনেমায়। এরপর কেটে গেছে প্রায় এক বছর। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত নানা কারণে তিনি ছিলেন নিয়মিত আলোচনায়।

সবশেষ আলোচনায় এলেন একেবারে ভিন্ন প্রসঙ্গে—দেশ ছাড়ার কারণে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেই নিজের ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেন মাহি। ছবির সঙ্গে তিনটি শব্দ লিখেন: ‘‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’’ ছবির লোকেশনও ছিল নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

তবে এই সফরের উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্ট কিছু না বললেও গণমাধ্যমকে মাহি জানান, ‘‘ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। তাই এবার একটু সময় বের করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে আবার যাব।’ ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মাহির। এরপর ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘অবতার’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে ঢালিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

চলচ্চিত্রে অনিয়মিত হলেও সাম্প্রতিক সময়ে মাহি ছিলেন বিভিন্ন বিতর্ক ও আলোচনার কেন্দ্রে। এবার যুক্তরাষ্ট্র সফর ঘিরেও গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, মাহি কি নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। আপাতত নিউইয়র্কের আকাশে মাহির কণ্ঠে উচ্চারিত একটি বার্তাই ঘুরপাক খাচ্ছে—‘‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..