1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০২:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আজ করোনা ও উপসর্গে মৌলভীবাজারে ৪জনের মৃত্যু: আক্রান্ত ১৪০ জন

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৮৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: গত ২৪ঘন্টায় মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতারে করোনা ও উপসর্গে নিয়ে ৪জনের মৃত্যু হয়েছে। তারা হলেন করোনা প্রজেটিভ নিয়ে রোববার ভোরে কমলগঞ্জ উপজেলার মারাযান এলাকার আব্দুল হাকিম (৭০)। উপসর্গ নিয়ে যারা মারাযান তারা হলেন, রোববার সকাল ৭টায় রাজনগর উপজেলার চম্পা দাস (৭০), শনিবার দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার কুটি মিয়া (৬০),হবিগঞ্জ জেলার বাহুবল এলাকার জালাল উদ্দিন (৮০)। বিষয়টি নিশ্চিত করেছেন হাপাতালের আরএমও ডাঃ ফয়ছল জামান।
মৌলভীবাজারে গত ২৪ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৪০জন। আজ ১আগস্ট সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন থেকে এ তথ্য জানা গেছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলায় ৩৮৭জনের নমুনা পরীক্ষা করে ১৪০জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬দশমিক ১৮শতাংশ।
নতুন শনাক্ত ১৪০জনের মধ্যে মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালের ২৭জন,জুড়ীর ৪জন,শ্রীমঙ্গলের ২জন,কমলগঞ্জের ২২জন,বড়লেখার ৩৫জন, কুলাউড়ার ৪৬জন,রাজনগরের ৪জন। এ নিয়ে জেলায় ৫হাজার ৫৫৯জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ৩৩৮টি নমুনা পরীক্ষায় পাঠালে ১৪০জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৬.১৮শতাংশ। এ পর্যন্ত জেলায় ৫,৫৫৯জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩,৮১২ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৬জন।

সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৬০ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২জন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..