বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : লংলা আধুনিক ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার জন্য দোয়া কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কলেজ গভর্নিং বডির সভাপতি এড.নওয়াব আলী আব্বাছ খান।
২১ জুন শনিবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের ইংরেজি প্রভাষক গোলাপ মিয়ার পরিচালনায় ও কলেজের অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং কমিটির সদস্য আব্দুল আজিজ,রাউৎগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল,কুলাউড়া প্রেসক্লাবের সেক্রেটারি খালেদ পারভেজ বকস,সহকারী অধ্যাপক নজমুল হোসেন, হেলাল খান সহ কলেজ গভর্নিং কমিটির সদস্য, সকল শিক্ষক ও কলেজের পরিক্ষার্থী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।