মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে অলিম্পিক বাতিলের দাবিতে টোকিওতে বিক্ষোভ হয়েছে।
রবিবার পদযাত্রায় অংশ নেন প্রায় একশ বিক্ষোভকারী। এ সময় অলিম্পিক বাতিলের দাবিতে স্লোগান দেয়া হয়।
বিক্ষোভকারীরা বলেন, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে অবিলম্বে এটি বাতিল করা উচিৎ।
আরেক বিক্ষোভকারী বলেন, অলিম্পিকে ব্যবহৃত অর্থ স্বাস্থ্য কর্মীদের পেছনে ব্যয় করতে হবে। রবিবার দেশটিতে অলিম্পিক ইভেন্টের সঙ্গে জড়িত এক ক্রিড়াবিদসহ ১৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
১ জুলাই থেকে এ পর্যন্ত ২৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান অলিম্পিক আয়োজকরা।