1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কমলগঞ্জে বিদ্যালয়ে চুরি : আটক ৪, মালামাল উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৮৩ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জে শামিম আহমেদ চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় ভানুগাছ বাজারের এক ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

রোববার (১ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, ভানুগাছ বাজারের মৃত রাধিকা রঞ্জন দত্তের ছেলে ব্যবসায়ী বাবলা দত্ত রাখাল (৪৫), বাঘমাড়া গ্রামের মৃত রসিদ মিয়ার ছেলে রিকশাচালক কয়ছর মিয়া (৩০), দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত আফরোজ মিয়ার ছেলে সাজুল ইসলাম নাঈম (২০) ও একই এলাকার আজিজুর রহমানের ছেলে নুরুল আমিন (২১)।

জানা যায়, গত ২৮ জুলাই দিবাগত রাতে শামিম আহমেদ চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরি সংঘটিত হয়। চুরি হওয়ার পর থেকে কমলগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মো. সুরমান মিয়া চোরচক্রকে ধরতে বিভিন্ন জায়গায় খোঁজ লাগান। ঘটনার কয়েকদিন পর বিশ্বস্ত সূত্রে ইউপি সদস্য জানতে পারেন, ভানুগাছ বাজারে চুরি হওয়া এসব মালামাল বিক্রি করা হয়েছে। পরে বিষয়টি ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির নেতৃবৃন্দকে জানালে তাদের সহযোগিতায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২৯ জুলাই ভানুগাছ বাজারের ১০ নম্বর রোড এলাকার ব্যবসায়ী বাবলা দত্ত রাখাল চোরচক্রের সঙ্গে মালামালসহ আলাপ করছেন। এ সময় ভিডিও ফুটেজ দেখে মালামাল বহনকারী রিকশাচালক কয়ছর মিয়াকে ধরে রোববার রাত ১১টার দিকে ভানুগাছ পৌর বণিক সমিতির অফিসে এনে পুলিশে সোপর্দ করা হয়। রিকশাচালক কয়ছরের স্বীকারোক্তিতে কমলগঞ্জ থানার এসআই হারুনুর রসিদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি ৩ জনকে আটক করে।

এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলেয়া বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক হারুনুর রসিদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..