মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসায় খাজা মোজাম্মেল হক (র:) ফাউন্ডেশনের পক্ষ থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন ও সিলিন্ডার প্রদান করা হয়েছে।
৩ আগস্ট (মঙ্গলবার) বিকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান এর পক্ষে ২০লিটার অক্সিজেন ও ১০টি সিলিন্ডার প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অক্সিজেন ও সিলিন্ডারগুলো গ্রহন করেন সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেলের জনসংযোগ কর্মকর্তা মো.মাহমুদুল হক প্রমুখ।