সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোটার: কুলাউড়া উপজেলার সাংবাদিক শাকির আহমেদের আকস্মিক মৃত্যু। আজ শুক্রবার (৬আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ডায়াবেটিসজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ওসমানী হাসপাতালে আসার পর কর্তব্যরত ডাক্তার শাকিরকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি তাঁর পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
শাকির আহমদ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস শহিদের ছেলে। মৃত্যুকালে শাকিরের বয়স ছিলো ৩২। তিনি মা,১শিশুসন্তান ও স্ত্রীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। এদিকে, শাকিরের এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক এম মছব্বির আলী, আব্দুর রব, মাহফুজ শাকিল, সেলিম আহমদ, নাজমুল ইসলাম,তানভির আহমদ,মশাহিদ আহমদসহ আরো অনেকে। শাকিরের এমন চলে যাওয়া আমাদের জন্য গভীর থেকে গভীরতর শোক ও কষ্টের। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন ও তাঁর শোকে কাতর পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
উল্যেখ্য,কুলাউড়ার প্রিয় মুখ, মেধাবী সাংবাদিক ও দৈনিক নয়াশতাব্দীর মৌলভীবাজার প্রতিনিধি ও সিলেটভিউডটকমের স্টাফ রিপোর্টার শাকির আহমদ। শাকির আহমদ এর মৃত্যুতে কুলাউড়াসহ পুরো মৌলভীবাজার জেলায় শোকের ছোয়া নেমে আসে।