সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের নারায়ণ টিলায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর ফাঁড়ির পুলিশ অভিযান পরিচালনা করে ২২০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।
শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলায় জিতেন চাষার বাড়ি থেকে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা হলেন-শমশেরনগর চা-বাগান এলাকার কানাই দুলাল পাত্র (৪২), গনন রায় (৫০) ও গোপাল লোহার (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। তারা বহু দিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছিল।
শমশেরনগর পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিঃ) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২২০লিটার মদ সহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।