কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকীতে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে ৭জন অসচ্ছল নারীকে এ সেলাই মেশিন প্রদান করা হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের জন্মবার্ষিকী পালন উপলক্ষে
৮ আগষ্ট দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসার সেলিনা ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। এসময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্ত্যরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের সংগ্রামী জীবন, আত্মত্যাগ, সাহসিকতা, দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধে তাঁর অপরিসীম অবদানের কথা আলোচনা করেন। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। সেলাই মেশিন প্রাপ্ত সুবিধাভোগীরা হচ্ছেন নেকজান বিবি, লিপি বেগম, লাভলী বেগম, সুলতানা বেগম, দিলতুস বেগম, সুলতানা বেগম-২, নুরুনাহার হেনা।