রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক :: অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতিক্ষীত স্পাই থ্রিলার সিনেমা ‘বেল বটম’ এর প্রথম গান ‘মারজাওয়ান’ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যেখানে বাণী কাপুরের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে অক্ষয় কুমারকে। কিন্তু গানটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে গেছে।
মূলত বির্তকের শুরু গানটির পোস্টার নিয়ে। পোস্টারে ঘনিষ্ঠ বাণী-অক্ষয়কে দেখে অনেকেরই মনে পড়ে গেছে ডিজিটাল ক্রিয়েটর ক্যামেলিয়ার কথা! অনেকেই বলছেন ট্রেনের কামরা থেকে ঘনিষ্ঠ অবস্থায় ঝুলন্ত বাণী-অক্ষয়ের পোজটি আসলে ভিডিও ক্রিয়েটর ক্যামেলিয়ার থেকেই অনুপ্রাণিত!
ক্যামেলিয়ার ভিডিও ক্রিয়েটর পেজ থেকে সারা বিশ্বের বহু সুন্দর সুন্দর দৃশ্যের ওপর ভিডিও তৈরি করা হয়। পেজটির ফলোয়ারও অসংখ্য। সেখানেই দেখা গিয়েছিল ট্রেনের কামরায় ঝুলন্ত প্রেমিকযুগলকে। তবে ‘মারজাওয়ান’তেই প্রথম নয় এর আগেও আসন্ন ‘রাধে-শ্যাম’ ছবির পোস্টারে একইভাবে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল প্রভাস এবং পূজা হেগড়ে’কে। সুতরাং বলাই যায়, অক্ষয় একই নন, এর আগেও ক্যামেলিয়ার ভিডিওর অনুপ্রেরণায় বলিউডে দৃশ্য তৈরি হয়েছে।
১৯৮৪ সালের পটভূমিতে ভারতে বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘বেল বটম’সিনেমাটি। যেখানে ‘র’এর এজেন্টের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে এবং তার স্ত্রীর ভূমিকায় থাকছেন বাণী কাপুর।রঞ্জিত তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লারা দত্ত ও হুমা কুরেশিকে। আগামী ১৯ আগস্ট টুডি এবং থ্রিডি দুই ফরম্যাটেই মুক্তি পাবে ছবিটি।
অক্ষয় কুমারের ‘বেল বোটম’ সিনেমাটিও মুক্তি দেওয়া হচ্ছে ওটিটি প্লাটফর্মে। ইতিমধ্যেই ডিজিটাল প্রিমিয়ারের জন্য ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে কথা হয়েছে ছবির সংশ্লিষ্টদের। প্রতিবেদনটিতে আরো জানানো হয়েছে, শুরুতে সিনেমাটি নিয়ে অ্যামাজন প্রাইমের সঙ্গে কথা বলা হয়। সিনেমাটির জন্য অ্যামাজন ১২০ কোটি রুপি দিতে চাইলে এর থেকে আরও বেশি অর্থ দাবি করে টিম ‘বেল বোটম’।
তবে ডিজনির সঙ্গে ১৫০ কোটি রুপির চুক্তি হয়েছে। তাই বিশ্বজোড়া সিনেমা পরিবেশনে তুমুল জনপ্রিয় এই প্রতিষ্ঠান থেকেই দেখা যাবে অক্ষয়ের ‘বেল বোটম’। করোনা আবহে আটকে গিয়েছিল ছবির শুটিং।
অবশেষে সব বাঁধা কাটিয়ে মুক্তি পেতে চলেছে ‘বেল বটম’। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ‘হিন্দুস্তান এক মুলক নেহি এক সোচ হ্যায়। অউর ইস সোচ কো হারানে কে লিয়ে দুশমন হার প্যায়তরা ইসতেমাল কার সকতা হ্যায়’ এই ভয়েস ওভার দিয়ে ট্রেলার শুরু হয়। আশির দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই ছবির গল্প।
প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অ্যাকশনে ভরা এই ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের কাছ থেকে ভালো রেসপন্স পাচ্ছে।