1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

টাইগারদের কাছে অজিদের অসহায় আত্মসমর্পণ

  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২০২ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: সফরকারী অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানে গুড়িয়ে সিরিজের শেষ ম্যাচও নিজেদের করে নিল টাইগাররা। ১২২ রানের ছোট পুঁজিতেও ৬০ রানের বড় জয় তুলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল মাহমুদউল্লাহ বাহিনী।

গতকাল সোমবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং ব্যর্থতায় ভোগে টাইগাররা। যদিও মিরপুরের টার্নিং আর মন্থর উইকেটে শুরুটা ভালোই করেন দুই ওপেনার নাঈম-মেহেদি। অ্যাস্টন টার্নারের বলে দলীয় ৪৩ রানে ১৩ রান করে ফেরেন মেহেদি হাসান। পরে ইনিংস বড় করার সুয়োগ থাকলেও বাজে শটে ফিরেন নাইম। ক্রিস্টিয়ানের বলে ফেরার আগে নাইম ২৩ বলে করেন ২৩ রান। পরে সাকিবকে এলবি’র ফাঁদে ফেলেন জাম্পা। ফেরার আগে করেন ২৩ বলে ১১ রান।

পরে ৩ রানের ব্যবধানে সাকিব-নাইম ফিরলে ১৪ বলে ১৯ রান করে দারুণ কিছুর আশা জাগাচ্ছিলো অধিনায়ক রিয়াদ। দলীয় ৮৪ রানের মাথায় শর্ট বলে উড়িয়ে মারতে গেলে নিজের বলে নিজেই ক্যাচ নেন জাম্পা। এর পরে ব্যাটিং পজিশন বদলালেও অফ ফর্মকে পরিবর্তন করতে পারলেন না সৌম্য। ১৮ বলে ১৬ রানে আশা দেখাচ্ছিল সৌম্য। কিন্তু ভালো শুরুর পরে লং অফে ক্রিস্টিয়ানকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হন টার্নারের। আট রান করে এলিসের বলে কাট করতে গিয়ে বোল্ড হন নুরুল (৮)। শেষের দিকে হতশ্রী ব্যাটিংয়ে ১২৩ রানের ছোট টার্গেট ছুড়তে পারে বাংলাদেশ।

ছোট টার্গেটে নেমে ভালো শুরু পায়নি সফরকারীরাও। সাকিবকে পাঁচ ছক্কা মারা ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে ওপেনিংয়ে নামালেও ভালো করতে পারেননি। নিজের প্রথম দুই ওভারেই গত ম্যাচের জয়ের নায়ক ও দুর্দান্ত ধারাবাহিক থাকা মিচেল মার্শকে ফেরান বাঁ-হাতি স্পিনার নাসুম।পরে ম্যাকডারমটকে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক ওয়েড। কিন্তু সাকিবের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরেন ওয়েড। ব্যাট হাতে দুই ছয়ে ২২ বলে করেন ২২ রান। পরের ওভারে ম্যাকডারমটকে ফেরান অধিনায়ক রিয়াদ।

এরপরের শো শুধুই সাকিব-সাইফউদ্দিনের। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে শততম উইকেট হিসেবে টার্নারকে শিকার করেন সাকিব। আপাতত সাকিবের ওপরে আছেন শুধু লাসিথ মালিঙ্গা (১০৭ উইকেট)। ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হওয়া সাইফউদ্দিন নেন ৩ উইকেট।

সিরিজ সেরা ও পঞ্চম ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব নিজের চতুর্থ ওভারে চতুর্থ বলে অ্যাডাম জাম্পাকে ফেরালে রেকর্ড সর্বনিম্ন রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১২৩ রানের তাড়ায় শেষ ২৪ রান যোগ করতে হারায় ৭ উইকেট। ৬২ রানে সফরকারীদের টি-টোয়েন্টি ইতিহাসে অজিদের এটাই সর্বনিম্ন রেকর্ড। দ্বিতীয় সর্বনিম্ন ইংলিশদের বিপক্ষে ৭৯ রান।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরুতেই টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। পরে চতুর্থ ম্যাচে ১০ রানে অস্ট্রেলিয়া জিতলেও শেষ ম্যাচে সাকিব-সাইফউদ্দিনে নাকাল হয়ে হারে বাজে ইতিহাস গড়ে। সিরিজ শেষ করে মাঠ থেকেই দেশে ফেরার উদ্দেশ্যে ফ্লাইট ধরে ম্যাথু ওয়েডের দল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..