রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি-কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন শেঠি ও কুন্দ্রা পরিবার। তারই মাঝে আবার নতুন আইনি জটিলতায় ফাঁসলেন অভিনেত্রী শিল্পা এবং তার মা সুনন্দা শেঠি। তাদের বিরুদ্ধে দায়ের হল প্রতারণার মামলা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, লখনউয়ে শিল্পা ও তার মায়ের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে হজরতগঞ্জ থানায় একটি মামলা করেছেন জ্যোৎস্না চৌহান নামে এক নারী। অপর মামলাটি করেছেন রোহিত বীর সিং নামে এক ব্যক্তি বিভূতিখন্ড থানায়। এই দুটি মামলায় শিল্পা ও তার মা সুনন্দা শেঠিকে খুব শিগগির জেরা করবে লখনউ পুলিশ। তার জন্য শিগগিরই উত্তরপ্রদেশ পুলিশের একটি দল মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বলে খবরে বলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শিল্পা শেঠি ‘আইওসিস ওয়েলনেস সেন্টার’ নামে একটি ফিটনেস সংস্থা চালান। ওই কোম্পানির চেয়ারম্যান বলিউড অভিনেত্রী ও তার মা সুনন্দা শেঠি। অভিযোগ উঠেছে, একাধিক জায়গায় এই ফিটনেস সেন্টারের শাখা খোলার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন শিল্পা ও তার মা। কোম্পানিটির একাধিক শাখা খোলার কথা থাকলেও আদপে তা খোলা হয়নি। অথচ তার জন্য কোটি টাকা নিয়েছিলেন মা-মেয়ে।