বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: শ্রীমঙ্গলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুস সামাদ সর্দার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভূনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামে মৃত আবরু মিয়ার ছেলে।শুক্রবার ভোর রাতে সিলেট ওমেন্স মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইউপি সদস্য মাসুদ আহমেদ জানান, শারীরিক অসুস্থতার জন্য সামাদকে গত ২৭ মার্চ সিলেটে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার করোনা পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানো হলে রিপোর্ট পজেটিভ আসে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। তার বাসার সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি আরো জানান, এ উপজেলায় দ্বিতীয় ধাপে দুইজনসহ মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। হোম আইসোলেশনে আছেন ১৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ২৬২ জন।