সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় এসআই শাহ আলীকে মারধরের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। মারধরের মামলার আসামি যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুর সঙ্গে ওসি নূরে আলমের একটি ফোন কলের রেকর্ড ভাইরাল হওয়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
বৃহস্পতিবার রাতে এসপি বলেন, ‘সম্প্রতি শাল্লা থানার ওসির একটি অডিও রেকর্ড ভাইরাল হওয়ার ঘটনায় তাকে ক্লোজ করে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ঘটনার দিনের ভাইরাল হওয়া ফোন রেকর্ডটিতে অপু ও ওসি নূরের কথোপকথনটি ছিল-
ওসি- ‘অপু দা।
অপু- ‘জি ভাই, কোন জায়গায় আছেন এখন?
ওসি- ‘আমি এই যে রওয়ানা দিছি।
অপু- ‘কথা কইলাইন (বলেন) তাইলে দাদার সাথে’। তখন দাদা সম্বোধনকারী ব্যক্তি ওসিকে বলেন, ‘আদাব’।
ওসি- ‘আদাব দাদা।
‘দাদা’- ‘আপনি যেটা বলছিলেন, ওই যে শাহিদ আলীর (শাল্লা সদরের শাহিদ আলী উচ্চ বিদ্যালয়) পিছে আপনার দারোগারে মন-ইচ্ছামতো দিছি।
ওসি- ‘হুম।
দাদা- ‘দুইজন লোক আসায় বাইচ্চা গেছে। নাইলে জানে শেষ করে দিতাম। আমরার দিকে একটু খেয়াল করইন যে, আমরার যেন কোনো সমস্যা না হয়।
ওসি- ‘আরেহ দূর সমস্যা না।’
ওই অডিও ফাঁস হওয়ার পর তীব্র সমালোচনা শুরু হয়। আসামি অপুর জামিন নিয়েও উঠেছে প্রশ্ন। এর আগে ১২ জুলাই রাতে এসআই শাহ আলীকে পিটিয়ে গুরুতর আহত করেন দুর্বৃত্তরা। অভিযোগ ওঠে যুবলীগ নেতা অপু মারধরে নেতৃত্ব দেন। ওইদিন রাতেই অপুকে আটক করে পুলিশ। শাহ আলী পরে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় ৮ আগস্ট অপুকে জামিন দেয় আদালত।
এ জাতীয় আরো খবর..