1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

নাইজেরিয়ায় গ্রেনেড বিস্ফোরণে ৫ শিশু নিহত

  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৩৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরেরিয়ার উত্তরাপূর্বাঞ্চলীয় ক্যামেরন সীমান্তবর্তী শহর নগালার উপকণ্ঠে গ্রেনেড বিস্ফোরণে ৫ শিশু নিহত হয়েছে। তারা অব্যবহৃত ওই গ্রেনেড নিয়ে খেলা করছিল। শুক্রবার মিলিশিয়া বাহিনীর সদস্যরা এ কথা জানিয়েছেন।

জিহাদি বিরোধী মিলিশিয়াম্যান উমর কাচাল্লা বলেন, ‘এ শহরের উপকণ্ঠে একটি মাঠে একত্রে চলার সময় ওই পাঁচ শিশু গ্রেনেডটি পায় এবং তা নিয়ে তারা খেলা করার সময় দুর্ঘনাবশত তাদের হাতেই এটির বিস্ফোরণ ঘটে।’

তিনি বলেন, ‘তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং অপর তিনজন ক্যামেরনের মাদাতে একটি হাসপাতালে মারা যায়।’

অপর মিলিশিয়াম্যান ওমর আরি এ ঘটনায় একই সংখ্যক শিশু মারা যাওয়ার কথা জানান। বৃহস্পতিবার সেখানে এ গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে।

২০১৪ সালের আগস্টে বোকো হারাম জিহাদি গ্রুপ বাণিজ্যিক কেন্দ্র গাম্বোরুর পাশাপাশি নগালা শহরও দখল করে।

কানাডা বাহিনীর সহযোগিতায় নাইজেরিয়ার সৈন্যরা কয়েক মাস লড়াইয়ের পর ২০১৫ সালের সেপ্টেম্বরে পুনরায় এ দুই শহরের নিয়ন্ত্রণ নেয়।

আরি জানান, যুদ্ধে ব্যবহার করা অবিস্ফোরিত অনেক মাইন ও গ্রেনেড এখনো দেশের ভিতরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। অনেক সময় এগুলোর কোনটি শিশুদের কুড়িয়ে পেতে দেখা যায় এবং দুর্ঘটনাবশত বিস্ফেরণ ঘটে তারা নিহত বা আহত হয়।

২০১৯ সালের ডিসেম্বরে গাম্বোরু ও ফতোকলের মধ্যে সংযোগ স্থাপন করা একটি সেতুতে এমন বিস্ফোরণের ঘটনায় নয়জন নিহত ও ২৬ জন আহত হয়।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম
নাইজেরিয়ায় গ্রেনেড বিস্ফোরণে ৫ শিশু নিহত

নাইজেরেরিয়ার উত্তরাপূর্বাঞ্চলীয় ক্যামেরন সীমান্তবর্তী শহর নগালার উপকণ্ঠে গ্রেনেড বিস্ফোরণে ৫ শিশু নিহত হয়েছে। তারা অব্যবহৃত ওই গ্রেনেড নিয়ে খেলা করছিল। শুক্রবার মিলিশিয়া বাহিনীর সদস্যরা এ কথা জানিয়েছেন।

জিহাদি বিরোধী মিলিশিয়াম্যান উমর কাচাল্লা বলেন, ‘এ শহরের উপকণ্ঠে একটি মাঠে একত্রে চলার সময় ওই পাঁচ শিশু গ্রেনেডটি পায় এবং তা নিয়ে তারা খেলা করার সময় দুর্ঘনাবশত তাদের হাতেই এটির বিস্ফোরণ ঘটে।’

তিনি বলেন, ‘তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং অপর তিনজন ক্যামেরনের মাদাতে একটি হাসপাতালে মারা যায়।’

অপর মিলিশিয়াম্যান ওমর আরি এ ঘটনায় একই সংখ্যক শিশু মারা যাওয়ার কথা জানান। বৃহস্পতিবার সেখানে এ গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে।

২০১৪ সালের আগস্টে বোকো হারাম জিহাদি গ্রুপ বাণিজ্যিক কেন্দ্র গাম্বোরুর পাশাপাশি নগালা শহরও দখল করে।

কানাডা বাহিনীর সহযোগিতায় নাইজেরিয়ার সৈন্যরা কয়েক মাস লড়াইয়ের পর ২০১৫ সালের সেপ্টেম্বরে পুনরায় এ দুই শহরের নিয়ন্ত্রণ নেয়।

আরি জানান, যুদ্ধে ব্যবহার করা অবিস্ফোরিত অনেক মাইন ও গ্রেনেড এখনো দেশের ভিতরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। অনেক সময় এগুলোর কোনটি শিশুদের কুড়িয়ে পেতে দেখা যায় এবং দুর্ঘটনাবশত বিস্ফেরণ ঘটে তারা নিহত বা আহত হয়।

২০১৯ সালের ডিসেম্বরে গাম্বোরু ও ফতোকলের মধ্যে সংযোগ স্থাপন করা একটি সেতুতে এমন বিস্ফোরণের ঘটনায় নয়জন নিহত ও ২৬ জন আহত হয়।
খবর এএফপি

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..