শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
এম এ রকিব :: বিনম্র শ্রদ্ধাসহ নানান আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আলহাজ¦ ড. মো. আব্দুস শহিদ এমপি। এসময় এমপির সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক প্রমূখ।
এরপর আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া উপজেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনেও আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
অন্যদিকে বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে। শ্রীমঙ্গল জামে মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন এমপি কন্যা উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা। এসময় এমপি আব্দুস শহীদসহ উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ নানান পেশার মানুষ।
এদিকে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারন সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।