বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন
শাহাব উদ্দিন/এস এম ফজলু: মৌলভীবাজার শহরতলীর সদও হাসপাতালের সম্মুখ থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৪জনকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উপ-পরিচালক হাবিব তৌহিদ ইমাম এর নির্দেশে অধিদপ্তর‘র পরিদর্শক অমর কুমার সেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৪টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালের সম্মুখ থেকে সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় ৪জনকে ৯শত ৮৬ পিছ ইয়াবা, সরবরাহকারী একটি সিএনজিসহ আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন- ১০নং নাজিরাবাদ ইউনিয়নের কোনাগাঁও গ্রামের তসলিম মিযার পুত্র জাহিদুল ইসলাম শিমুল (২৭), একই ইউনিয়নের মৃতঃ মোঃ এবাদ মিয়ার পুত্র আনফর মিয়া (২১) ও বরইউড়ি গ্রামের মৃতঃ ওয়াসিম মিয়ার পুত্র জিয়াউল মিয়া (২৪) এবং ১নং খলিলপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃতঃ সুন্দর মিয়ার পুত্র সোয়েব মিয়া (৩৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উপ-পরিচালক হাবিব তৌহিদ ইমাম এর নির্দেশে অধিদপ্তর‘র পরিদর্শক অমর কুমার সেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে ৪ জনকে আটক করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এনিয়ে অধিদপ্তর‘র পরিদর্শক অমল কুমার সেন দৈনিক মৌমাছি কন্ঠকে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে ৪জনকে ইয়াবাসহ আটক করা হয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে।