1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দল ঢাকায়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৩৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ সফরকে কেন্দ্র করে কেন্দ্র করে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঢাকায় এসেছে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দল। আসছে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) দুই সদস্যের পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছায়। আরও এক সদস্য আসতে পারেন ২০ আগস্ট।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিন দিন কোয়ারেন্টিনের পর তারা পর্যবেক্ষণ শুরু করতে পারেন। তবে কীভাবে পর্যবেক্ষণ এটি নিয়ে আছে সংশয়। কেননা শের-ই-বাংলার মাঠ এখন বায়োবাবলের অধীনে না। বিসিবির প্রধান চিকিৎসক জানিয়েছেন তাদের মাঠে নিয়ে আসাও ঝুঁকির। ‘তিন দিন তারা কোয়ারেন্টিনে থাকবে। এর পর আমরা ঠিক করব কীভাবে তারা পর্যবেক্ষণ করবে। বিষয়টা এত সহজ না। কারণ মাঠ এখনো বায়োবাবলে না। অনেকেই আসা যাওয়া করেন মাঠের মধ্যে। এ অবস্থায় তাদের নিয়ে আসাও ঝুঁকির। তাদের সঙ্গে আলোচনা করে একটা পথ বের করব।’

দেবাশীষ চৌধুরী আরও জানিয়েছেন, তারা সিরিজ শেষ হওয়া অবধি থেকে যেতে পারেন। কিউইদের সফরে বায়োবাবল কেমন হবে? তারাও কী অস্ট্রেলিয়ার মতো সুবিধা পাবে? বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও একই সুবিধাই পাবে। বিসিবি চেষ্টা করছে অস্ট্রেলিয়া সিরিজের মতো বায়োবাবলের ধারা বজায় রাখতে।

২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। এ সফর সামনে রেখে গত সোমবার রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..