1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা, প্রজ্ঞাপন জারি, পাহাড়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না : রাষ্ট্রপতি, সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম-পরিবেশমন্ত্রী,সাবেক এমপি নাসের রহমানের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে পুলিশের বাধা পেরিয়ে মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ, রমজানে মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিয়েছি : প্রধানমন্ত্রী, রমজানে বাজার অস্বাভাবিক হলে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ, গুলিস্তান-সায়েন্সল্যাবের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : আইজিপি.সপ্তাহে তিন দিন ছুটির কথা ভাবছে সৌদি সরকার. মিয়ানমারে বৌদ্ধ মঠে সেনাবাহিনীর হামলা : নিহত ৩

কমলগঞ্জের হোমেরজানে মণিপুরীদের অন্যরকম অনুষ্ঠান ‘থাবাল চোঙবা’

  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ১৭৮ বার পঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ :: মৌলভীবাজারের কমলগঞ্জে দোল উৎসব উপলক্ষে জ্যোৎন্সালোকিত রাতে নৃত্যের তালে তালে মণিপুরীদের বিশেষ অনুষ্ঠান ‘থাবাল চোঙবা’ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (২ এপ্রিল) রাতে উপজেলার হোমেরজান গ্রামে সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মণিপুরী তরুণ-তরুণীরা বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় বিষয় উপস্থাপন করে। প্রতিবছর দোল পূর্ণিমাকে ঘিরে মণিপুরিরা এ উৎসবের আয়োজন করে থাকেন। থাবাল-চোঙবা মূলত মণিপুরীদের ঐতিহ্যবাহী এক ধরনের নৃত্য। য়াওশাঙ উৎসব আসলে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসবেরই মণিপুরী রূপ। তবে অষ্টাদশ শতকের পূর্ব পর্যন্ত এ উৎসবটি শুধু শীতের বিদায় ও বসন্তের আগমন বার্তাই বয়ে আনত।
হোমেরজান গ্রামে থাবাল চোঙবা উদযাপন পরিষদের আয়োজনে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তরুণ-তরুণীরা মাস্ক পড়ে ধর্মীয় রীতি ও মণিপুরী ঐতিহ্য ও সংস্কৃতি নৃত্যের মাধ্যমে তুলে ধরে। উৎসব উদযাপন পরিষদের আহবায়ক দিপু সিংহ, সদস্য সচিব নন্দেশ্বর সিংহ, সদস্য সুশীল সিংহ ও নংজাই সিংহ বলেন, মনিপুরী সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই হচ্ছে ” থাবাল চোঙবা”। এটি মূলত দোল পূর্ণিমা উপলক্ষে করা হয়ে থাকে। এতে আমাদের কমিউনিটির তরুণ-তরুণীদের পাশাপাশি ছোট ছোট শিশুরা এবং বিবাহিত মহিলারাও অংশগ্রহণ করে থাকেন। এটি সম্পূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাঙাং লৈমা দেবী ও য়ুম্নাম পিবা। যা শত শত দর্শক উপভোগ করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..