শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: স্বাধীনতা পদক প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর সহচর আজিজুর রহমানের প্রথম মৃত্যু বার্ষিকীতে মিলাদ,দেয়া মাহফিল ও শিরনি বিতরণ করেছে মৌলভীবাজার জেলা পরিষদ।
বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আজমল হোসেন, জেলা পরিষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জেলা পরিষদ মসজিদ প্রাঙ্গনে হতদরিদ্রদের মধ্যে শিরনি বিতরণ করা হয়েছে।
করোনা আক্রান্ত হয়ে গতবছর ১৮ আগস্ট আজিজুর রহমান মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য ২০২০ সালে স্বাধীনতা পদক পেয়েছেন। গনপরিষদ সদস্য আজিজুর রহমান বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মৌলভীবাজার-৩ আসন থেকে একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন এবং মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।