শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন।
গতকাল বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের বারহাল ইউনিয়নের শাহবাগের নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলে- জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ মিয়া (২৫), একই ইউনিয়নের ছয়ঘরী গ্রামের অরুণ বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩২)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল কাসেম জানান, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক সাতজনকে উদ্ধার করেন। এর মধ্যে ঘটনাস্থলেই একজন এবং সিলেট নেওয়ার পথে আরও একজন মারা যান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, ওসি আবুল কাসেম, জকিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।