মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌরসভা এলাকায় মাস্ক না পরার অপরাধে ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ২৬টি মামলায় ১০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।
জানা গেছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। অভিযানে সহায়তা করেন বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেছেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’