রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
অর্জুন দেবনাথ :: মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর পরিচালনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ২১ আগস্ট রাতে রাত এক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকা থেকে সুন্দর আলী নামে একজনকে আটক করা হয়।
আটক সুন্দর আলী শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের আঐ গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে।