1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিবন্ধী শিক্ষার্থীদের ১৯ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি

  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পঠিত

বিকুল চক্রবর্তী :: শ্রীমঙ্গল উপজেলার অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিবন্ধী শিক্ষার্থীদের ১৯ লক্ষ, ১৪হাজার টাকা শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে। সোমবার শ্রীমঙ্গল সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ব্যাংক এশিয়ার মাধ্যমে ২০৬ জন শিক্ষার্থীদের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সরকারের এ সহায়তার বিষয়টি নৃ-গোষ্ঠীর অনেকেই জানতেন না। তিনি শ্রীমঙ্গল উপজেলা নৃ-গোষ্টির সমন্বয়কারী তাজুল ইসলাম জাবেদের মাধ্যমে প্রত্যেক খাসিয়া পুঞ্জি, গারো পল্লী, মনিপুরি গ্রাম এবং চা বাগান বসবাসরত প্রতিপুঞ্জিতে শিক্ষা বৃত্তির ফরম পৌছে দেন। ফিলাপ করা ফরম ফিরে আসার পর যাচাই বাছাই করে ২০৬জন শিক্ষার্থীদের মধ্যে ১৯ লক্ষ ১৪ হাজার টাকা বিতরণ করা হয়। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা ক্ষুদ্র নৃ- গোষ্টীর সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ জানান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শে প্রত্যন্ত এলাকায় গিয়ে সরকারের এই সুবিধার বিষয়টি তুলে ধরেন এবং ফরম বিতরণ করেন। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের ১২৬ জন শিক্ষার্থীকে এককালীন ৯ হাজার টাকা করে ১১ লক্ষ১৪ হাজার টাকা, মাধ্যমিক শিক্ষার্থীকে এককালীন ৯ হাজার ৬শ করে ৭১ জন শিক্ষার্থীকে – ৬ লক্ষ ৮১ হাজার ৬শ টাকা, উচ্চ মাধ্যমিকের ৮ জন শিক্ষার্থীকে এককালীন ১০ হাজার ৮শ করে ৮৬ হাজার শত টাকা ও উচ্চতরএকজন শিক্ষার্থীকে এককালীন ১২ হাজার টাকা প্রদান করা হয়।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..