সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস মহামারীর সময়ে অসহায় হয়ে পড়া উপার্জনহীন ও দুঃস্থ-গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছে দেশের দ্বিতীয় বৃৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড। ‘শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’ এ শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে এমন উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।
করোনাকালে জনতা ব্যাংকের ভানুগাছ শাখার উদ্যোগে অসহায়, দুঃস্থ ও সমাজে পিছিয়ে পড়া শতাধিক লোকের মাঝে শুক্রবার সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় খাদ্য সহায়তা বিতরণ করেছে।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার জেলা এরিয়া প্রধান দেবাশীষ দেব, জেলার প্রিন্সিপাল অফিসার মোঃ সালাহ্ উদ্দিন, পি.ও জিতেন্দ্র কুমার দেব, ভানুগাছ শাখার ব্যবস্থাপক তমাল দত্ত, ক্যাশ অফিসার মোহাম্মদ জাকির হোসেনসহ ভানুগাছ শাখার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।