শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: প্রায় দেড় মাসের নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করেছেন ক্রিকেটার, টিম স্টাফ ও অফিসিয়ালরা।
ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসায় এই বহরের সঙ্গে নেই তামিম ইকবাল ও হাসান মাহমুদ। বাকি সবাই ফিরেছেন একই ফ্লাইটে। গুঞ্জন ছিল, নিউজিল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে সরাসরি আইপিএল খেলতে ভারত চলে যাবেন মোস্তাফিজুর রহমান। তবে তা করেননি তিনি। দলের সঙ্গে দেশে ফিরেছেন বাঁহাতি কাটার মাস্টার।