1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে বিধবার মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৭৩১ বার পঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ :: মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের শ্রমিক বস্তিতে গলায় ফাঁস দিয়ে সালমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মারা যাওয়া বিধবা উপজেলার ফুলবাড়ি চা বাগানের জলিল মিয়ার স্ত্রী। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ফুলবাড়ি চা বাগানের পূর্বপাড়া শ্রমিক বস্তির নিজ বসত ঘরের চালার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বিধবা সালমা বেগম। বাড়ির লোকজন এ অবস্থা দেখতে পেয়ে কমলগঞ্জ থানা কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত বিধবার মেয়ে আরিফুন আক্তার বলেন, মঙ্গলবার মাকে নিয়ে সিলেট মাজার জিয়ারতে যাবার কথা ছিল। দুপুরে মাকে ডেকে কোন সাড়া না পেয়ে ঘরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পাই। তবে মা কি কারণে আত্মহত্যা করলেন তারও কোন কারণ সে বলতে পারছে না।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহত বিধবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..