সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
অর্জুন দেবনাথ : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ধর্ষণ মামলার আসামীকে তিন ঘন্টার মধ্যে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায় গত সোমবার (৩০ আগস্ট) সকালে ৭.০০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর ইউপি ববানপুর গ্রামের ববানপুর জামে মসজিদের মক্তবে পড়ুয়া ১১ বছরের প্রতিবন্ধী শিশুকে মসজিদের পাশের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত বিষয়ে শিশু ধর্ষিততার মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের তিন ঘন্টার মধ্যে অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের বলিষ্ঠ নেতৃত্বে এসআই মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় অফিসারের একটি দল (৩১ আগষ্ট) মঙ্গলবার রাতের ৩.২০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর চা বাগান হতে আসামী আক্কাছ মিয়া (২৮) কে আটক করতে সক্ষম হয়। মির্জাপুর ইউপি বাবানপুর গ্ৰামের নওশাদ মিয়ার ছেলে আক্কাস বলে জানা যায়।
শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক জানান, ধর্ষিতার মা শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তার পরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া ধর্ষক আক্কাস কে আটক করি এবং আইনানুসারে আসামির বিচার কার্য এগিয়ে নিতে আদালতে প্রেরণ করা হয়।