সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৪৮ অপরাহ্ন
এম এ রকিব : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয় ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের সাথে ট্যুরিজম সেক্টরের ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাত অনুষ্টিত হয়েছে। এসময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ পরিচালক মো. বুরহান উদ্দিন নেতৃবৃন্দের সাথে ছিলেন।
বৃধবার দুপুরে অতিথিরা সিলেট থেকে ঢাকা ফেরার পথে চায়ের রাজধানী খ্যাত পর্যটনের শহর শ্রীমঙ্গলে স্বল্প সময়ের জন্য যাত্রা বিরতি করেন। এরপর শহরের একটি রেস্টুরেন্টে নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় পর্যায়ে পর্যটন উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুপুরের লাঞ্চ শেষে অতিথিরা ঢাকার উদ্দ্যেশে শ্রীমঙ্গল ত্যাগ করেন।
অতিথিদের মধ্যে ছিলেন- বিডি ইনবাউন্ড অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট রেজাউল ইকরাম রাজু, হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব শরাফতি, টুরিষ্ট গাইড এসোসিয়েশন অব বাংলাদেশ (টিগ্যাব) এর প্রেসিডেন্ট সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু, বাংলাদেশ আউটবাউন্ড এসোসিয়েশন (বিওটিওএ) সেক্রেটারী জেনারেল ইমরুল হোসেন ইমন, টিডিএবি এর ডিরেক্টর ডালটন জহীর প্রমুখ।
এর আগে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান, ট্যুর গাইড এন্ড ট্যুর অপারেটর কমিউনিটি অব মৌলভীবাজার এর আহবায়ক ও এডভেঞ্চার ট্যুরিজমের স্বত্তাধিকারী মো. খালেদ হোসেন,কমিউনিটির সদস্য সচিব ও স্মার্ট ট্যুরিজম এর সিইও এম এ রকিব, ট্যুর গাইড লিটন দেব, পংকজ ভট্টাচার্জ, সাকের আহমদ পাপন, সেলিম আহমদ প্রমূখ।