শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি :: র্যাব-৯ সিলেটের অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ১৯ কেজি গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন- র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামান।
এর আগে সন্ধ্যায় তাদের নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার চন্দনা কলেজ রোডের রফিক ম্যানসনের পূর্ব দিকে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা।
এ অভিযানে ১৯ কেজি গাঁজা, ৩টি মোবাইল, ৩টি সিমকার্ডসহ ওই ৩ জনকে গ্রেপ্তার হয়।
পরে মামলা দায়ের করে আলামতসহ এই ৩ জনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।