1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সিলেটে ৮১ জন শনাক্তের দিনে মৃত্যু ১১০০ ছাড়াল

  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭০ বার পঠিত

সিলেট প্রতিনিধি :: শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৯ জনসহ মৃতের সংখ্যা এখন ১১০৬ জন। এদিকে, নতুন ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এখানে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনসহ সবাই মারা গেছেন সিলেট জেলায়।

তাদেরকে নিয়ে মৃতের সংখ্যা ১১০৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৬ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৯১৫ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

সর্বশেষ চব্বিশ ঘণ্টায় বিভাগে ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৪ জনসহ ৩৬ জন সিলেটের। এছাড়া সুনামগঞ্জের ১৩, মৌলভীবাজারের ২০ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ৪৭২ জন। এর মধ্যে সিলেটের ৩২ হাজার ৯৩৬ জন, সুনামগঞ্জের ৬ হাজার ১৫৬ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৮৫৭ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৫২৩ জন রয়েছেন।

এসব রোগীদের মধ্যে ৪৫ হাজার ৪২৪ জনই সুস্থ হয়ে ওঠেছেন। এর মধ্যে সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৭ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২২২ জন করোনা রোগী চিকিৎসাধীন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..