1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্কের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৮৪ বার পঠিত

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ এবং এর বিরুদ্ধে অপপ্রচারের অপপ্রচারের অভিযোগ এনে মানববন্ধন করেছে জুড়ীবাসী।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জুড়ী উপজেলার কামিনী গন্জ বাজার ও ভবানীগন্জ বাজার জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬ টি ইউনিয়নের প্রায় ২ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদের যৌথ সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের যৌথ পরিচালনায় এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, উপজেলা প্রেসক্লাব, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি,তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, পরিবহন শ্রমিক ইউনিয়ন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি,উপজেলা স্কাউটস, নিরাপদ সড়ক চাই, উপজেলা ক্ষুদ্র নৃতাত্বিক পরিষদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, শেখ রাসেল স্মৃতি সংসদ, হিন্দু মুসলিম ঐক্য পরিষদ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন ছাড়াও উপজেলার প্রায় ৬৫ টি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক মিয়া, জাকির আহমদ কালা, যুগ্ম সাধারন সম্পাদক, জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন,সাগরনাল ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম লিয়াকত, জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবু্বুল ইসলাম কাজল, জাহাঙ্গীর আলম, জায়ফরনগর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পুর্বজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সাধারণ জুবের হাসান জেবলু,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা প্রেসক্লাব এর সাবেক সভাপতি মন্জুরে আলম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আরমান আলী মাষ্টার প্রমূখ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..